Social stratification সামাজিক স্তরবিন্যাস
এককথায় বললে - সমাজের ব্যক্তিদের উচ্চনীচ স্তর অনুসারে বিভক্ত করার নামই সামাজিক স্তরবিন্যাস।
প্রত্যেক সমাজে ধনী-দারিদ্রের মধ্যে প্রভেদ কেন্দ্র করে সামাজিক স্তরবিন্যাস ঘটে। সামাজিক স্তরবিন্যাস এর প্রথম কারণ এক গোষ্ঠীর ওপর অন্য গোষ্ঠীর প্রভাব।
সামাজিক স্তরবিন্যাস এর উৎপত্তি প্রসঙ্গে দু ধরনের মতবাদ আছে 1)অর্থনৈতিক কারণ সম্পর্কিত মতবাদ 2) কার্যসম্বন্ধীয় মতবাদ।
সংজ্ঞা :
সমাজবিজ্ঞানীরা সামাজিক স্তরবিন্যাস এর বিভিদ সংজ্ঞা দিয়েছেন। এক কথায় সংজ্ঞা হল, সমাজের ব্যক্তি বর্গকে উচ্চ নীচ স্তরে বিভক্ত করাকেই বলে সামাজিক স্তরবিন্যাস। অর্থাৎ সামাজিক মানুষকে তার সামাজিক অবস্থান বা মর্যাদা ও ভূমিকা অনুযায়ী উলম্বভাবে ক্রমচচ স্তরে বিনস্ত করাকে বলে সামাজিক স্তরবিন্যাস। কার্লমাকস এর মতে অর্থনৈতিক বৈষম্য সামাজিক স্তরবিন্যাসের অবিচ্ছেদ্য অঙ্গ।
সমাজবিজ্ঞানীরা সামাজিক স্তরবিন্যাস এর বিভিদ সংজ্ঞা দিয়েছেন। এক কথায় সংজ্ঞা হল, সমাজের ব্যক্তি বর্গকে উচ্চ নীচ স্তরে বিভক্ত করাকেই বলে সামাজিক স্তরবিন্যাস। অর্থাৎ সামাজিক মানুষকে তার সামাজিক অবস্থান বা মর্যাদা ও ভূমিকা অনুযায়ী উলম্বভাবে ক্রমচচ স্তরে বিনস্ত করাকে বলে সামাজিক স্তরবিন্যাস। কার্লমাকস এর মতে অর্থনৈতিক বৈষম্য সামাজিক স্তরবিন্যাসের অবিচ্ছেদ্য অঙ্গ।
বৈশিষ্ট্য:
1) সামাজিক স্তরবিন্যাস প্রতিটি সমাজে দেখা যায় এটি সার্বজনীন।
2)যে দিন থেকে সমাজ গঠন হয় সেদিন থেকেই স্তরবিন্যাস এর উৎপত্তি।
3) স্তরবিন্যাস সামাজিক মিথসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।
4) সামাজিক স্তরবিন্যাস সমাজের বিভিন্ন ব্যক্তিদের সুযোগসুবিধা এবং জীবনযাত্রার খেত্রে বেশি মাত্রায় সুযোগ সুবিধা দিয়ে থাকে।
2)যে দিন থেকে সমাজ গঠন হয় সেদিন থেকেই স্তরবিন্যাস এর উৎপত্তি।
3) স্তরবিন্যাস সামাজিক মিথসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।
4) সামাজিক স্তরবিন্যাস সমাজের বিভিন্ন ব্যক্তিদের সুযোগসুবিধা এবং জীবনযাত্রার খেত্রে বেশি মাত্রায় সুযোগ সুবিধা দিয়ে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন