রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

Definition of Sociology । সমাজতত্ত্বের সংজ্ঞা





ভূমিকা :

সমাজতত্ত্ব হল সমাজেরই বিজ্ঞান।সমাজতত্ত্বে সমাজকে নিয়ে সম্পূর্ণ ভাবে আলোচনা করা হয়। সমাজতত্ত্ব বিভিন্ন সামাজিক সম্পর্কসমূহকে নিয়ে পাঠ ও অনুশীলন করে। 

বর্তমানে অনেক গুলো সামাজিক বিজ্ঞান আছে। তবে সমাজতত্ত্ব ছাড়া অন্য কোন সামাজিক বিজ্ঞান সমাজ কে নিয়ে সামগ্রিক ভাবে আলোচনা করে না। একমাত্র সমাজতত্ত্ব তেই সমাজের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত ব্যখ্যা বিশ্লেষণ করে।

ফরাসি মনীসি  অগাস্ট কোঁত(Auguste Comte) সর্ব প্রথম 1894 সালে সমাজতত্ত্ব (SOCIOLOGY) নামকরণ করেন। তিনি সমাজতত্ত্বের জনক হিসেবে পরিচিত।  এক সময় সমাজতত্ত্ব কে 'সামাজিক দর্শন' বা 'ইতিহাস দর্শন' বলা হত।

অগাস্ট কোঁত sociology শব্দ টি নিয়েছেন লাতিন শব্দ সোসাইটাস (societus) এবং গ্রীক শব্দ লোগোস (logos) দুটি শব্দের থেকে । societus শব্দের অর্থ সোসাইটি বা সমাজ আর logos শব্দের অর্থ অধ্যয়ন বা বিজ্ঞান। অর্থাৎ সমাজের বিজ্ঞান বা সমাজ বিজ্ঞান।
সংজ্ঞা

সমাজতত্ত্বের একটি সংজ্ঞা প্রদান করা খুবই কঠিন। তাই সমাজতত্ত্ব বা sociology কি তা ভালো করে জানার জন্য কয়েকজন বিজ্ঞানীদের সংজ্ঞা সম্পর্কে আলোচনা জরুরি।

1)গিডিংস এর মতে- সমাজ বিজ্ঞান হল মানুষের মানসিক সংযোগের বিজ্ঞান। - F. H. Giddings 

2) এমিল ডুর্খাইম বলেছেন - সমাজতত্ত্ব হল সামাজিক প্রতিষ্ঠান সমুহের বিজ্ঞান।  - Émile Durkheim

3)অর্গবান ও নিমকফ বলেন - সমাজতত্ত্ব হল সামাজিক জীবনের বৈজ্ঞানিক ভাবে অধ্যায়ন। - Ogburn and Nimkoff

4)মরিস জিন্সবা্‍গ এর মতে- সমাজতত্ত্ব হল গোষ্ঠীর অভ্যন্তরীণ মানবিয় আচরণ বিধির অধ্যয়ন। - M. Ginsberg


এছাড়া  উইজে হবাউস ওয়েবার ডেভিস প্রমুখ রাও  Sociology নিয়ে আলোচনা করেছেন।

উপরের আলোচনা থেকে বুঝতে পারছি যে সমাজতত্ত্বের সংজ্ঞা প্রদানে বিভিন্ন সমাজবিদদের  মত পার্থক্য বর্তমান। তবে শেষে একটি কথা বলা যেতে পারে সমাজতত্ত্ব বা Sociology মানুষ, মানবসমাজ, এবং মানুষের সামাজিক সম্পর্কসমূহ নিয়ে আলোচনা করে। 
  Thanks for reading 

Like and Comment. 

২টি মন্তব্য:

4 Atankbadi dher commender samet

Army ne liya Handwada atanki humle ka badla, abhi abhi kashmir me Hijbul commendr Riyaz Nayku samet char (4) anakbadi dher.  Sunda...