Gender stereotyping বা লিংগ সম্পর্কে অচলাধ্যাস :
যখন বিশেষ কোন এক দল ব্যক্তি সম্বন্ধে কিছু সাধারণ ধারণা বা বিশ্বাস তৈরি হয় যা অচল, অনড় ও অপরিবর্তিনীয় তখন তাকে অচলাধ্যাস (stereotype) বলা হয়।
আর এই ধারণা যখন লিংগ ভিত্তিক বা নারী পুরুষকে কেন্দ্র করে গড়ে ওঠে তখন তাকে লিংগ ছাঁচ বা লিংগ অচলাধ্যাস (Gender Stereotyping) বলা হয় ।
সমাজে বেশি মহিলাদের প্রতি লিংগ অচলাধ্যাস বা gender stereotype করা হয়ে থাকে। stereotype নেতিবাচক ও ইতিবাচক এই 2 ধরনের হয়। এই ধারণায় পুরুষদের প্রতি ইতিবাচক আর মহিলাদের জন্য নেতিবাচক দিক দিয়ে দেখা হয় ।
যেমন
- ছেলেরা সাহসী, দুরন্ত, চঞ্চল , শক্তিশালী, দৃঢ়, দেহ মজবুত, অপরিষ্কার হয়।
- মেয়েরা দুর্বল, শান্ত, সাজসজজা কারি, পরিস্কার, sensetive হয়।
যদি ছেলেরা ঝাডু দেয়, বাসন মাজে বলা হয় এই গুলা তো মেয়েদের কাজ ছেলেদের না। আর মেয়েরা কাপড় কাচলে, বলি ওতো মেয়ে এইরকম করা স্বাভাবিক। এই গুলি হল stereotype এর ধারণা।